প্রথমেই একটি কথা বলে রাখি যে, ফেসবুকের সেটিং থেকে আপনি কোন ভাবে পাসওয়ার্ড দেখতে পাবেন না। তাই আপনি যদি ফেসবুকের সেটিং-এ গিয়ে খোজাখুজি করেন পাসওয়ার্ড দেখার জন্য তাহলে সময় নষ্ট না করাই ভালো।
কিন্তুু, কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে ফেসবুকের পাসওয়ার্ড দেখা সম্ভব। অর্থাৎ, নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়। এছাড়া অন্য ভাবে বলতে গেলে, নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার উপায়।
এছাড়াও হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়। এইগুলি আপনাকে জানবো।
আরো জানুন : ঘরে বসে অনলাইনে ইনকাম করবেন কিভাবে ?
ফেসবুকের পাসওয়ার্ড দেখার উপায়গুলি:
বিভিন্ন উপায়ে ফেসবুকের পাসওয়ার্ড আমরা save করে থাকি। যদি আমরা সেভ করে থাকি তাহলে, সেই save করা পাসওয়ার্ড খুঁজে পেতে পারি। এছাড়া আর অন্য কোনো উপায় নেই পাসওয়ার্ড জানার জন্য।
সাধারণত আমরা যেসব জায়গায় পাসওয়ার্ড save করে রাখি তা হলো :
- Google থেকে কিভাবে ফেসবুক এর save করা পাসওয়ার্ড দেখবেন।
- Google Chrome (গুগল ক্রম) ফেসবুক পাসওয়ার্ড জানবেন কিভাবে।
- অপেরা মিনি (Opera mini) তে পাসওয়ার্ড দেখবেন কিভাবে।
১. Google থেকে কিভাবে ফেসবুক এর save করা পাসওয়ার্ড দেখবেন?
আমরা যে ফেসবুক অ্যাপ ব্যাবহার করি এর মধ্যে থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখা যায় না।
যখন আপনার ফেসবুক এ পাসওয়ার্ড দিই এবং ওই পাসওয়ার্ড টিকে গুগল (Google) সঞ্চিত (save) করতে বলে। তাই যদি আপনি ওই save অপশন এ ক্লিক করে থাকেন তাহলে ফেসবুকের পাসওয়ার্ড টি save হয়ে যাবে google এর মধ্যে। এবং পরে আপনি চাইলে ওই পাসওয়ার্ডটি google অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন।
এছাড়াও আপনি যদি গুগল ক্রম (Google Chrome) ব্যাবহার করেন। কিংবা যেকোনো ব্রাউজার (browser) ব্যাবহার করে ফেসবুক খোলেন। ওই ব্রাউজারে যদি Gmail লগইন থাকে। তাহলে ওই পাসওয়ার্ড টি আপনি google অ্যাকাউন্ট এ save করেও রেখে থাকতে পারেন।
তাই প্রথমে google account টি দেখতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে টা নিচে দেওয়া হলো।
- প্রথমে, https://myaccount.google.com এ ভিজিট করুন। ( যদি পাসওয়ার্ড দিতে বলে তাহলে পাসওয়ার্ড দেবেন)
- তারপর, security অপশন এ ক্লিক করবেন।
- তারপর, পাসওয়ার্ড ম্যানেজার (Password manager) অপশন এ ক্লিক করলে, যদি কোনো পাসওয়ার্ড save করে থাকেন, তাহলে সমস্ত পাসওয়ার্ড গুলি দেখতে পাবেন।
এখানে যদি কোনো পাসওয়ার্ড না পান। তাহলে, অন্য উপায় গুলি দেখতে পারেন:
২. Google Chrome (গুগল ক্রম) ফেসবুক পাসওয়ার্ড জানবেন কিভাবে?
আমরা কখনো কখনো ফেইসবুকে google chrome ফেসবুক খুলে থাকি। তাই গুগল ক্রমে যদি save করে থাকি তাহলে দেখতে পাবো।
তাই পাসওয়ার্ড যদি save করা থাকে টা দেখার জন্য যা করবেন :
- প্রথমে, Chrome browser এর ডানদিকে অপরের দিকে ৩ টে ডট (৩ টে .) এ ক্লিক করুন।
- তারপর, Settings (সেটিংস) এ ক্লিক করুন।
- তারপর, password (পাসওয়ার্ড) এ ক্লিক করুন।
এখানে যদি পাসওয়ার্ড save করা থাকে তাহলে দেখতে পাবেন।
৩. অপেরা মিনি (Opera mini) তে পাসওয়ার্ড দেখবেন কিভাবে ?
- অপেরা মিনি ব্রাউসার খুলুন
- তারপর , সেটিংস এ ক্লিক করুন অপেরা মিনি ব্রাউসার এ।
- তারপর , অ্যাডভান্স (Advance) অপশন এ ক্লিক করে পাসওয়ার্ড যদি save করা থাকে, তাহলে দেখতে পাবেন।
সর্বশেষে, যদি পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে, আপনি পাসওয়ার্ড রিসেট (Reset) করে নতুন পাসওয়ার্ড রাখতে পারবেন। পাসওয়ার্ড রিসেট (Reset) করার পদ্ধতি টি নিচে দেওয়া হলো।
ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি, কিভাবে Facebook অ্যাকাউন্টটি ব্যবহার করবেন?
স্টেপ ১:
ফেসবুকে লগইন করার পেজে আসুন
লগইন (Login ) করার নিচে পাসওয়ার্ড ভুলে গেছেন? এই লেখাতে ক্লিক করুন।

স্টেপ ২:
এখানে আপনাকে ফেসবুকে যে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে খুলেছেন। ওই ফোন নাম্বার অথবা email আইডি দিন। (মনে রাখবেন নতুন কোনো ফোন নম্বর অথবা ইমেইল আইডি দিলে হবে না।
ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দেওয়ার পর, খুঁজুন বাটনে ক্লিক করুন।

স্টেপ ৩:
আপনার পাসওয়ার্ড রিসেট করুন।
এখানে, আপনার ফোন অথবা ইমেইল অ্যাকাউন্ট টি বেছেনিন।
যদি, আপনার ফেইসবুক অ্যাকাউন্ট বানানোর সময়, শুধু মাত্র ইমেইল অথবা ফোন নম্বর দিয়েছিলেন। তাহলে, শুধু একটি অপশন দেখাবে এখানে। ওই অ্যাকাউন্ট এ ইমেইল অথবা SMS যাবে। তারপরে, চালিয়ে যান বাটনে ক্লিক করুন।
যেটা আপনার কাছে চালু আছে, ওটাতে ক্লিক করবেন। সে ফোন হোক অথবা ইমেইল।
স্টেপ ৪:
নিরাপত্তা কোড লিখুন।
আপনার ইমেইল অথবা ফোনে ৬ সংখ্যা এর কোড যাবে। ওই কোড টি লিখুন তারপর চালিয়ে যান এ ক্লিক করুন।
(আপনি যদি কোড ইমেইল করে পাঠান এ ক্লিক করে থাকেন তাহলে ইমেইল এ কোড টি যাবে। আর কোড টি এস এম এস করে পাঠান তাহলে ফোন নম্বর এ কোড টি যাবে।)
স্টেপ ৫:
নতুন পাসওয়ার্ড লিখুন।
এখানে আপনি নতুন পাসওয়ার্ড লিখুন। এই নতুন পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীকালে ফেসবুকে লগইন করতে পারবেন। তারপর, চালিয়ে যান বাটনে ক্লিক করুন।
স্টেপ ৬:
অন্যান্য ডিভাইস থেকে লগআউট করুন।
সাধারণত আমাদের ফেইসবুক অ্যাকাউন্ট বিভিন্ন জায়গাতে খোলা থাকে। ধরুন আমাদের ফোনে , কম্পিউটারে , কিংবা অন্য কারো ফোনে। যদি ওই সব জায়গায় খোলা অ্যাকাউন্ট গুলি কে logout করতে চান তাহলে, “অন্যান্য ডিভাইস থেকে লগআউট করুন” এ ক্লিক করুন। আর যদি আপনি মনে করেন, ওই সব ডিভাইসে খোলা থাকুক। তাহলে, “লগ ইন থাকুন” এ ক্লিক করুন। এই দুটোর মধ্যে যেকোনো একটা বেছে নিয়ে চালিয়ে যান বাটন এ ক্লিক করুন।
এরপর যদি সিকিউর করার জন্য আলাদা পাসওয়ার্ড দিতে বলে দেবেন। নাহলে, এড়িয়ে যান (Skip) করতেও পারেন।
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
আপনি যদি ফেইসবুক আইডির ইমেইল ও ফোন নম্বর দুটোই ভুলে যান। তাহলে, পাসওয়ার্ড ভুলে গেছেন এর ওপর ক্লিক করুন।
স্টেপ ১ :

স্টেপ ২:

স্টেপ ৩:

স্টেপ ৪:

স্টেপ ৫:

এরপরের যে স্টেপগুলি আছে. ওই স্টেপগুলি এই পোস্টের ওপরের অংশে লিখে রেখেছি।
কিছু প্রশ্ন ও উত্তর
ফেসবুকে নিজের পাসওয়ার্ড কেনো দেখতে পাওয়া যায় না?
আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট টি লগআউট (logout) করতে ভুলে যাই। তাহলে, ওই পাসওয়ার্ড ফেসবুক খুলে যে কেউই দেখে নিতে পারে।
অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়।
আর এই কারনেই ফেসবুক পাসওয়ার্ড দেখায় না।
উপসংহার (Conclusion)
সাধারণত আমরা ফেইসবুক ব্যবহার করার সময়, পাসওয়ার্ড save করার জন্য গুগল থেকে একটি Option আসে। এবং , আপনি যদি ওই অপশন না ক্লিক করে থাকেন তাহলে ওই পাসওয়ার্ড গুগল অ্যাকাউন্ট এ save হয়ে যায়। ওই save হয়ে থাকা পাসওয়ার্ড খোঁজার জন্য প্রথম অপশনটি দেখতে পারেন।
এছাড়াও কখনও ফেসবুকের পাসওয়ার্ড বিভিন্ন ব্রাউজার এর মধ্যে save করে রাখি। এক্ষত্রে ওই ব্রাউজারের সেটিংস এ গিয়ে পাসওয়ার্ড যদি save থাকে তাহলে দেখতে পাবেন। (আপনি যেকোনো browser ব্যবহার করে থাকুন না কেন যেমন chrome ,opera mini , UC Browser ইত্যাদি)
এবং সবকিছু করার পরেও যদি পাসওয়ার্ড জানতে না পারেন তাহলে নতুন পাসওয়ার্ড কিভাবে বানাবেন তার পদ্ধতিও আপনাদের জানিয়ে দিয়েছি। তাই আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান। তাহলে নতুন পাসওয়ার্ড রাখতে কোনো সমস্যা হবে না।
এসব কিছুর পরও, যদি কোনো সমস্যার সমাধান না হয়। তাহলে, কমেন্ট করুন। আমি আপনাদের দ্রুত উত্তর দেব।
আমার নাম্বার আছে,,, সিম টা হারে গেছে,, পাচওয়ার্ড মনে নাই এখন কি ভাবে আইডিতে ডুকবো ভাইয়া
জিমেইল একাউন্ট যুক্ত করে রেখেছিলেন কি ? তাহলে পাসওয়ার্ড রিসেট করতে পারেন জিমেইল দিয়ে। আর যদি ওই নাম্বারের সিম চালু থাকে তাহলে পাসওয়ার্ড রিসেট করুন ওই নম্বর দিয়ে। পাসওয়ার্ড রিসেট করলে আপনার নম্বর এ একটি কোড আসবে ওই কোড দিলে একাউন্ট ফিরে পেতে পারেন।
আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু কোড মোবাইলে আসছে না। ইমেইল যুক্ত করা ছিল না।এখন আমি কি করব?
ফেসবুক খোলার সময় ইমেইল অথবা ফোন নম্বর যেকোনো একটির প্রয়োজন হয়ই। যদি ইমেইল না দিয়ে থাকেন তাহলে ফোন নম্বর তো অবশ্যই দিয়েছিলেন। তাহলে ওই ফোন নম্বরে কোডটি পাবেন।
আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি। এখন নতুন পাসওয়ার্ড দিতে গেলে কোড নং প্রাইমা জিমেইল এড্রেসে যায় কিন্তু মোবাইল নাম্বারের কোড আসে না। এখন আমি এই সমস্যাটা কিভাবে সেটিং করবো
আমার মনে হয় আপনি যে নম্বরটি ফেসবুকে দিয়ে রেখেছেন ওই নম্বরটি আলাদা , ফেসবুকে লগইন করে সেটিং এ গিয়ে কোন মোবাইল নম্বর যুক্ত করে রেখেছেন ওই নম্বরটি দেখতে পারেন।
আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি। শুধু ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলেছিলাম। অনেক চেস্টা করেছি কিন্তু আইডিটি লগইন করতে পারছিনা। এখন আমি আইডিটি কিভাবে ফেরত পাবো।
forget password ক্লিক করুন। ওই মোবাইল নম্বর টা দিন। এবং ওই মোবাইল নম্বরে OTP আসবে। এভাবেই নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। এবং একাউন্ট ফিরে পাবেন।
ভাই আমার id টার pass word পন নম্বর এবং ইমেল সব ভুলে গেছি আজকে 4 দিন ধরে খুব পেরাই আছি আমার id টা কিভাবে পেরত পাব
নাম দিয়ে সার্চ করুন , এবং ওই নামের প্রচুর একাউন্ট থেকে আপনার একাউন্ট খুজে বের করতে হবে এরপরে ওই অকউন্টে যে ইমেইল কিংবা নম্বর দেওয়া ছিল ওই নম্বর এর কিছুটা অংশ দেখাবে এবং ওই নম্বর অথবা ইমেইল এ কোড যাবে যা ব্যবহার করে আপনার id ফিরে পেতে পারেন ।
Ami amar Facebook id fera patha chai. Name lekha search option pai na. Help me
আপনাকে forgot password এরকম লেখার ওপরে ক্লিক করতে হবে। login বাটন এর নিচে থাকে অপশনটি।
আমার জিমেল ভুলে গেছি কিন্তু নাম্বার দেখায় কি করতে পাড়ি
খুব সহজ forget পাসওয়ার্ড এ ক্লিক করুন এরপর আপনার নম্বর দিন এরপরে মোবাইল নম্বরে কোড আসবে ওটি দিয়ে একাউন্ট টি পুনরায় ব্যবহার করতে পারবেন।
0172064**** ai nambar diye khola but Password ase na
আপনি forget পাসওয়ার্ড অপশনে ক্লিক করে, এই নম্বর দিয়ে OTP পাবেন ওই নম্বরে।
Please halp me
কিভাবে বলুন
ভাই নাম্বার পাসওয়ার্ড দুটোই দিছি,,তবুও খুলে না বলা হয় ভুল পাসওয়ার্ড,, কিন্তু পাসওয়ার্ড আর নাম্বার দুটোই সঠিক,,তাহলে খুলছে না কেন,,please help bro
একটা কাজ করুন , forget পাসওয়ার্ড এ ক্লিক করুন এবং নম্বর দিয়ে একাউন্ট খুঁজে বের করুন। তারপর ওই নম্বরে otp আসবে। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে অক্কোউন্টটি পুনরায় ব্যবহার করতে পারবেন।
আমার নাম্বার দিয়ে ফেসবুক খোলা সিম টা এখন আর ব্যাবহার হয় না
নাম্বার টা ও ভুলে গেছি
বর্তমান একটা নাম্বার দিয়ে রাখছিলাম
তবে ফরগেট দিলে বর্তমান নাম্বার এ কোড আসে না
কোড আসে আগের ভুলে যাওয়া নাম্বার টা
আমার অন্য একটা মোবাইল এ loggin ছিলো কিন্তু মোবাইল টা নষ্ট হয়ে গেছে
তবে কিছুদিন আগে আমার NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম
এখন আমি কিভাবে আইডি টা ফিরে পাবো
আসসালামু আলাইকুম আমার ফেসবুকে শুধু ইমেল দিয়ে কুলসিলাম তাই আর কুনু নাম্বার অপশন নাই আর আমার যে ইমেল ওটাই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ও নাই এখন আমার আইডিটা কি ভাবে পাবো দয়া করে একটু জানাবেন??
আমার যে মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডি খুলে ছিলাম সেটি এখন আর নাই আর পাসওয়ার্ড ও ভুলে গেছি এখন কি করবো
জিমেইল id যদি যুক্ত করে থাকেন তাহলে ওই জিমেইল আইডি দিয়ে পাসওয়ার্ড ফরগেট করার চেষ্টা করুন।
আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি এখন লগ ইন করতে পারতেছি না
আমার ফেসবুকের পাসওয়ার্ড আর নাম্বার দুটোই ভুলে গেছি এখন লগ-ইন করতে পারছিনা…
প্লিজ কোনো একটা উপায় বলেন
ইমেইল যদি যুক্ত করে থাকেন তাহলে ইমেইল দিয়ে চেষ্টা করতে পারেন।
আমার ফেইসবুক পাসওয়ার্ড টি ভুলে গিয়েছিলাম, পরে ফরগেট পাসওয়ার্ড এ গিয়ে যখন ক্লিক করেছি আমাকে গুগোল থেকে একটা পাসওয়ার্ড দিয়েছিল, ঐটা নিয়ে আমার ফেইসবুক চালিয়েছিলাম ঐ পাসওয়ার্ড আমি পরিবর্তন করিনাই কিন্তু অনেক দিন চালানুর পর এখন ঐ পাসওয়ার্ড টি পরিবর্তন করেছে এই রকম একটা ইমেল আসছে এখন আমি ফেইসবুক টি খুলতে পারতেছি না। এটা আমার সাথে কে করলো কারা করলো কেন করলো আমি বুঝতেছি এবং আমার ফেসবুক টি খুলতে পারতেছিনা দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন।
ফেসবুকের সাপোর্ট এ গিয়ে সাহায্য চান। কারণ আপনার ফেইসবুক অন্য কেউ ব্যবহার করছে এবং ইমেইল পরিবর্তন করে ফেলেছে।
তাই ফেসবুকের সাপোর্ট ছাড়া অন্য কোনো উপায় নেই।
আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি।মেইল এড্রেডস যেটা দেওয়া ছিল ঐ টা পাসওয়ার্ড টাও ভুলে গেছি।আর মোবাইল নাম্ভারে কোড আসছে না। মেইল এড্রেডেস টা রিকোভার দেওয়ার অনেক চেষ্টা করেছি।আমি যত গুলো নিয়ম জানি সব প্রয়োগ শেষ।পাসওর্য়াড কোথাও সেভ করা নাই।এখন কিভাবে আইডি ফিরে পাবো??
md suhal Ahmed sojib,আমার এই আইডিটি ফিরে পাচ্ছিনা, আইডি খুলায় এই নাম্বার দিয়ে 01853687048, এখন পাসওয়ার্ড ভুলে গেছি।
ফরগেট পাসওয়ার্ড করুন
Amar ja number diea Facebook khola hoeaca oi number a Password change korar jonno code sent hoy na… Onno phone number o add koracilam sagulo ta o kono code Facebook thaka ditaca na…amar a idta thik korar ki akn kono upay nai
আমার মনে হয় আপনার ওই নম্বর তা দেওয়াই ছিল না । তাই বর্তমান নম্বর এর কোড আসছে না ।
https://www.facebook.com/profile.php?id=100086482445449
আমার ফেসবুক