যে ধনাত্নক সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে৷

বিয়োজন নির্ণয়ের সূত্র: বিয়োজন = বিয়োজ্য + বিয়োগফল৷
অর্থাৎ বিয়োগ করার সময় আমরা ধনাত্মক বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যাকে বিয়োগ করি। ওই বড়ো সংখ্যাটি হলো বিয়োজন এবং ছোট সংখ্যাটি হলো বিয়োজ্যে। এবং বিয়োগের পরে প্রাপ্ত সংখ্যাটি হবে বিয়োগফল।
ওপরের ছবিতে দেখতে পাচ্ছেন :
- ৫ হলো বিয়োজন
- ৩ হলো বিয়োজ্য
- এবং এই দুটি সংখ্যার বিয়োগের ফলে প্রাপ্ত হলো ২ হলো বিয়োগফল।