ফ্রিজ যদি ঠান্ডা না হয় তাহলে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। ওই সব কারণগুলি আমি এই ব্লগপোস্টের মাধ্যমে আপনাকে তুলে ধরবো। যার ফলে আপনি বুঝতে পারবেন যে কেন ফ্রিজ ঠান্ডা হচ্ছে না এবং কিভাবে আপনি খুঁজে বের করবেন কেনো আপনার ফ্রিজ ঠান্ডা হচ্ছে না এবং কিভাবে সমস্যার সমাধান করবেন।
ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ গুলি নিচে আলোচনা করা হলো :
১. Overload relay

এই পার্টস টি ফ্রিজের কম্প্রেসরের সঙ্গে যুক্ত থাকে যার ফলে যদি কোনোভাবে এই ওভারলোড relay খারাপ হয়ে যায় তাহলে কম্প্রেসসর চলবে না আর ফ্রিজ ঠান্ডাও হবে না।
বেশিরভাগ ক্ষেত্রে ওভারলোড relay খারাপ হয়ে যাওয়ার জন্যই ফ্রিজ ঠান্ডা করে না। ওভারলোড রিলে খারাপ অথবা তাপের কারণে জ্বলে যায় যার ফলে এটি নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময়।
তাই প্রথমেই যদি আপনার ফ্রিজের কম্প্রেসসর না চলে তাহলে ওভারলোড relay ঠিক আছে কিনা এটা দেখা উচিত।
কম্প্রেসসর যে চলছে অথবা চলছেনা এটা বোঝার জন্য ফ্রিজের পেছনের দিকে দিকে একটা শব্দ শোনা যায়। যদি শব্দ পাওয়া যায় তাহলে ভাববেন কম্প্রেসসর চলছে। তাহলে তো ওভারলোড relay ঠিক আছে।
আর যদি কম্প্রেসসর না চলে তাহলে overload relay check করতে পারেন। হয়তো ওভারলোড রিলে খারাপ হয়ে যাওয়ার জন্যই কম্প্রেসসর চলছে না।
২. রেফ্রিজারেন্ট সমস্যা
যদি আপনার ফ্রিজের কম্প্রেসসর চালু থাকে তাহলে খুব সম্ভবত রেফ্রিজারেন্ট leak হয়ে যাওয়ার সমস্যা থেকে থাকতে পারে।
যদি কম্প্রেসসর ঠিক থাকে তাহলে রেফ্রিজারেন্ট ফুটো হয়ে গেছে ভেবে নিতে পারেন। তাই একবার চেক করে নিতে পারেন ফ্রিজের coil এর মধ্যে কোথাও ফুটো তো হয়নি ? যদি ফুটো হয়ে যায় তাহলে রেফ্রিজারেন্ট বেরিয়ে যেতে পারে এবং যার ফল স্বরূপ ফ্রিজ ঠান্ডা হবে না।
সাধারণত যদি coil লিক হয়ে রেফ্রিজারেন্ট বেরিয়ে যায় তাহলে কয়েল এর যেই জায়গা দিয়ে রেফ্রিজারেন্ট বেরিয়ে যাবে ওই জায়গায় oil এর মতো দেখতে পাবেন। এভাবেই coil এর কোথাও লিক হলে সহজেই বোঝা সম্ভব।
৩. thermostat
কয়েল ও ওভারলোড রিলে যদি ঠিক থাকে তাহলে thermostat টি দেখতে পারেন।
এরকমও হয়ে থাকে thermostat থেকে বিদ্যুৎ না ছাড়ার জন্য কম্প্রেসরে বিদ্যুৎ পৌচচ্ছে না। যার ফলে কম্প্রেসসর চলছে না এবং ফ্রিজ ঠান্ডা হচ্ছে না।
তাই thermostat চেক করে নিতে ভুলবেন না।
৩. কম্প্রেসসর এর সমস্যা
যদি এরপরেও কম্প্রেসসর না চালু হয় তাহলে কম্প্রেসসর এর সমস্যা হতে পারে। এক্ষেত্রে ভালো টেকনিসিয়ান কে ডেকে দেখতে পারেন।
আরো কিছু সমস্যা যেমন : ক্যাপিলারি কয়েল বন্ধ হয়ে যাওয়া এবং আর যদি ইনভার্টার ফ্রিজ হয়ে থাকে তাহলে সার্কিট এর সমস্যা দেখা দিতে পারে। যার কারণে ফ্রিজ ঠান্ডা নাও হতে পারে।
ফ্রিজ ঠান্ডা না করলে কিভাবে সমস্যা বুঝবেন?
আর যদি কম্প্রেসসর না চালু হয় তাহলে ওভারলোড রিলে অথবা thermostat অথবা কম্প্রেসসর খারাপ হতে পারে।
যদি এসব কিছুই বুঝতে না পারেন তাহলে ফ্রিজ টেকনিসিয়ান কে ডেকে দেখাতে পারেন।
নাহলে আমাদের ব্লগটি ভালো করে পড়ুন এবং তারপরে কমেন্ট করুন।